হুরান কতা ম্যালা হুনচি
অনগা নোয়া কতা কই,
জেতের ঘরে গাই গরু নাই
হেতে বানায় দই।।


কাজ সাইরতে ঘুষ লাগেনা
হেতেন ভদ্রলোক,
টেবিলেরতুন হাইল লড়েনা
বড্ডা জোল্লাঝোঁক।
ট্যায়া হইসার কতা হুইনলে
দৌঁড়ে হাইল লোই।।


সোজা হতে চৈলবা যত
বেঁকে যাতি ধরে,
মাতার উচে নুন থুইয়া
বরই সাবাড় করে।
হুদুইট করি হালাই দিয়া
গার উচে চালায় মই।।


মাইনসের কতা ম্যালা হুইনছেন
অনগা আঁর কতা কই,
মধু বেইগ্গাইন খাইলই আঁর
অনগা হঁতে হড়ি রোই।
আঁই অইছি অন হোছা সালোম
হোকে ধরা খই।।


সত্য কথা
------------------------------- ---
পুরান কথা অনেক শুনেছি
এখন নতুন কথা কই,
যাঁদের ঘরে গাভী নেই
তাঁরা বানায় দই।।


কাজ করতে ঘুষ লাগেনা
তিনি ভদ্রলোক,
টেবিল থেকে ফাইল নড়েনা
বড়ো জলের জোঁক।
টাকা পয়সার কথা শুনলে
দৌঁড়ে ফাইল লই।।


সোজা পথে চলবে যত
সবাই চেপে ধরে,
মাথার উপর লবন রেখে
বরই খেয়ে মরে।
চিৎ করে ফেলে দিয়ে
গায়ের উপর চালায় মই।।


মানুষের কথা অনেক শুনেছেন
এখন নিজের কথা কই,
মধু সব খেয়ে আমার
এখন পথে পড়ে রই।
আমি এখন পঁচা তরকারি
পোকে খাওয়া খই।।