শোন শোন বন্ধু বান্ধব
শোন দিয়া মন,
যোগ বিয়োগের কথা আমি
বলিব এখন।


দুইয়ে দুইয়ে চার হয়
ছয়ে তিনে নয়,
এই কথাটি সবাই জানি
সদা সত্য হয়।


কাছে এলে একত্র হলে
করি মোরা যোগ,
কাছে থেকে দূরে গেলে
করতে হয় বিয়োগ।


সাত থেকে চার গেলে
তিন মোরা পাই,
আট থেকে আট গেলে
কিছু আর নাই।


যোগকে প্লাস বলি
বিয়োগ হলো মাইনাস,
গাইতে গাইতে হিসেব করি
আমরা বারো মাস।


( শ্রেণীকক্ষে আবেগ সৃষ্টি করতে ব্যবহার করতে পারেন) প্রাথমিক বিদ্যালয়ের জন্য।