কি আচানক কান্ড !
সবার থালায় মিঠাই মিষ্টান্ন
আপন বেলায় বিষের ভান্ড!


কি আচানক কান্ড !
সরল পথে চলতে বাধা
দোষে দোষী প্রকান্ড!


কি আচানক কান্ড !
ভালো চাওয়া মানুষটি আজ
বিনা দোষে মন্দ!


কি আচানক কান্ড !
নমনীয় থেকেও ঝগড়া বিবাদ
ওমা, একই কান্ড !


কি আচানক কান্ড !
নিয়তির খেলা নাকি অবহেলা
সাধের জনম লন্ডভন্ড!


কি আচানক কান্ড !
সাপোর্ট দেওয়া মানুষটারী
গায়ে শত গন্ধ!


কি আচানক কান্ড !
হলাম কেন  বলির পাঠা
না বুঝে মানদন্ড!


কি আচানক কান্ড !
সাধু সেজে দান করেও
আমি এখন ভন্ড!


কি আচানক কান্ড !
অভাব ঘরে দীপ জ্বেলেও
এখন সবই পন্ড!


কি আচানক কান্ড !
শ'দুয়েক কবিতা লিখে
খুঁজি জীবনের ছন্দ!


কি আচানক কান্ড !
সবার মন্দে যে দেয় আনন্দ
তাঁর ঘরেই দ্বন্দ্ব!


কি আচানক কান্ড !
যে বিলায় বস্রাদি পণ্য
তাঁর পরনে নেই একখন্ড!


কি আচানক কান্ড !
মিথ্যে কথার ছড়াছড়ি
উচিত কথা বন্ধ!


কি আচানক কান্ড !
মৃত্যু সুনিশ্চিত জেনেও কেন
অনুশোচনা নেই একদন্ড!