আমার মন মন্দিরের চারপাশ
কবিপ্রিয়া, শুধুই তোমার বসবাস।
সুদূর ওই আকাশের নিলে
তুমি আমি দুজন মিলে
খড়কুটো দিয়ে গড়বো নিবাস।


এতো নয় রাজমহল, প্রজাদের কোলাহল
নয় রাজকীয় সিংহাসন, উত্তম মিহি বসন।


যেখানে নিহিত চাঁদের মুখ,প্রকৃতির অপার সুখ
নয় কোনো অস্রসস্র, মোটা সুতোর তপ্ত বস্র।


এমন ঘরে থাকবো মোরা, বর্ষায় নামবে জলধারা।
গ্রীষ্মের প্রখর রোদে, শীতল পরশ বটের ছায়ায়।


এমনভাবে কাটুক জীবন,
অর্থবিত্ত নয় শুন্য ভুবন !
                   নয়তো দালান কোঠার সুখ।
ধর্ম পথে হোক মোদের চলন
তোমার জ্যোতিতে মধুর মিলন
                 পবিত্রতার পদতলে দেখি আপন মুখ।