করোনা ! করহ এবার করুণা,
দিওনা আর ব্যথা, পৃথিবী স্তম্ভিত নীরবতা।


হে দয়াময়,
তোমার সৃষ্টি তোমার দর্শন সবকিছুই ভবে
তোমার ইশারায় সব হয়।
এমন মহাব্যাধি  দিলে
আতঙ্কিত মানব জাতি বিশ্বময়।


হে সৃষ্টিকর্তা
তোমার সন্তানের আজ জরাজীর্ণ রুগ্নতা,
তোমাকে উপাস্য ভেবে মন্দির মসজিদে প্রার্থনায় থাকতো রত,
সেই পবিত্র স্থান আজ জনমানব শূন্য, হারানোর বেদনায় শঙ্কিত।


হে মহান প্রভু
এমন মৃত্যু দিওনা কাউকেই আর কভু।
যে মৃত্যুতে হয় না জানাজা, হয়না মন্ত্র পাঠ, দেখেনা আত্মীয়স্বজন মুখ
এমন বিরহের কষ্ট, অন্তর আত্মা কম্পিত হয়
করোনা এমন স্বজন বিমুখ।


হে জগৎপতি
অনাচার, অবিচারে থাকি সদা মাতি।
মন প্রাণ খুলে তোমারে না ডাকি,
সব দোষ স্বীকার করি প্রভু করে দাও ক্ষমা,
মহাব্যাধি করোনা মুছে দাও, রেখোনা আর জমা।
শান্তির বাতাস ছড়িয়ে দাও ,সকল সৃষ্টির তরে,
সাধু-চোর, মুনাফেক নতুবা ভক্তের পরে।