মা ডাকা  ছোট্ট আশা
দুটি বর্ণ
বলতে সময় লাগে অল্প।
তাঁকে নিয়ে ইতিহাস
তাঁরে নিয়ে কাব্য
কবিতা আরো কতো গল্প।


সবাই লিখে মা নিয়ে
মা দিবসের নামে,
কলম কালি উঠে না তো
নয়নে অঝোরে ধারা ঝরে।


সবাই লিখছে মায়ের জয় গান
পুলকিত হৃদে,
আমি হতভাগা জানি নে যে
আমার মা টি কেমন আছে।


বাবা বলত দূর আকাশের উজ্জ্বল তারা
তোর দুঃখিনী মা,
হাসতাম আমি , ইশারায় বলতাম
এখন, মন যে মানে না।


মেয়েটি আমার , মায়ের কোলে
করে যখন খেলা,
আনন্দ অশ্রু চোখ বেয়ে নামে
ভালোবাসার মেলা।


যুগ যুগান্তর এই ভালোবাসায়
থাক তুই পরিপূর্ণ,
মায়ের স্নেহ পাইনি  কভু
হৃদয়টা মোর শূন্য।


অনেক বড় হও ছোট্ট মা গো আমার
পৃথিবী নিবে তোর নাম,
মায়ের অভাব পরিপূর্ণ আজ তোকে পেয়ে
পৃথিবীর সকল মাকে প্রণাম।