প্রাণভরে গাওরে সবে হরে কৃষ্ণ নাম
ত্রিতাপ জ্বালা দূরে যাবে, পাবে গোলক ধাম।


যে হরির নাম দিয়ে গেল গৌর নিতাই
কৃপা করে কলির ঘরে প্রেম দিলো বিলাই।


পাপী তাপি উদ্ধারিতে গোলকের ফল
জীবের হিতে দান করিলো নামের সুফল।


জগাই মাধাই মুক্তি পেলো এই নামের গুনে
ব্রাহ্মণ চন্ডাল এক কাতারে নামের প্রভাবে।


তিন লক্ষ নাম করিত ভক্ত হরিদাস
অশ্রুধারা গড়িয়ে পড়তো তবু মিটিতনা আশ।


শৌচ বা অশৌচ থাকো করতে পারো নাম
রাধাকৃষ্ণের চরণ তলে পাবে আত্মার স্থান।


গৃহে বা বনেতে থাকো সদায় বলো হরি
অনায়াসে দিবে তুমি ভব নদী পাড়ি।


জীবন ভর করো যদি মহামন্ত্র জপ
মৃত্যূ যেন ফুলের পাপড়ি, আনন্দ উৎসব।


দীপ দাসে কয় কাজের ফাঁকে করো একটু নাম,
কঠিন পাপও ক্ষয় হবে , পাবে পরিত্রাণ।।