ভালোবাসি তোমায় আমি
করে অনেক যত্ন,
হাজার কোটি দামি পরশ পাথর
মনি মুক্তা রত্ন।


কঠিন পাথরে প্রাণ সঞ্চারিত
তোমার পরশ পেয়ে,
দুঃখ ঠেলে সুখ মেলে
চোখে যায় আনন্দ অশ্রু বেয়ে।


ভালোবাসায় এত শান্তি প্রিয়
সঙ্গে রাগ অভিমান,
মৃদু হাসি পৃথিবীর শ্রেষ্ঠ
দুই দেহ এক প্রাণ।


শুধু রূপে নয়, গুনেতেও বড়
চাঁদের আলো ছড়িয়ে যায়,
হাসনাহেনা রজনীগন্ধা বকুল
নুয়ে পড়ে  লজ্জায় ।


ভালোবাসায় এতো  সুখ সমৃদ্ধি
তোমার পরশে বুঝি,
সপ্ত আশ্চর্যের রূপ সৌন্দর্য্য
লাভ কি বলো খুঁজি।


এই জীবন শৈলী সৃষ্টার দান
পেয়েছি স্নেহ মান সম্মান,
তোমার হাতেই যেন ক্ষুদ্র জীবনের
হয় আমার অবসান।