ঢাকের তালে, মনটা নাচে
দুর্গা পূজার পেন্ডেলেতে,
খুশির স্রোতে এবার এলো মা ।
বছর ঘুরে আবার এলো
স্বপ্ন সবার সত্যি হলো
শারদীয়া দুর্গা পূজা,
কৃপা কর দয়া কর মা
অপরাজিতায় দুর্গা পূজা।।


সকাল বেলার অঞ্জলিতে
বিল্ল পত্র মায়ের পায়ে
ভক্তিটুকু গ্রহণ করো মা,
সন্ধ্যা পূজার আরতিতে
ধুনোচি নাচ মন নেয় কেড়ে
আনন্দের বন্যা বয়ে যায়।


দলে দলে আসে দর্শনার্থী
সবাই মা তোমার কৃপাপ্রার্থী
অশুভ শক্তি করে দাও দমন,
বারে বারে ফিরে এই ধরাতে
মঙ্গল করো মা, দিয়েছি হাত বাড়িয়ে
সুস্থ পৃথিবী দাও, নির্ভয় মানব জনম।