নারী !
পুরুষ বা সমাজের প্রধান অনিষ্টকারী!
নারী !
সর্বস্ব হারানো কারো, প্রধান অংশীদারি!
নারী!
পরিবার বা সমাজের প্রধান ধ্বংসকারী!
নারী!
ষড়যন্ত্র মনে , দেহে পেঁচানো শাড়ি!
তবুও নারী!
তোমায় ভুলতে কি পারি!
তোমার গর্ভে জন্ম আমার! রক্ত পিন্ড নাড়ি!
তোমার স্তন পান করে , পেয়েছি গাড়ী, বাড়ি!
এই দেহে প্রাণ! তোমার অবদান
বারংবার তাই, তোমায় মাতা রূপে নমি।