স্বর্ণলতিকার অপরূপ শোভা
            পরগাছা হিসেবে রয়,
কঠিন ব‍্যমোতে পরশমণি তাহা
            কিন্তু, পথের ধারে পড়ে রয়।


অর্জুন তারে কে না চিনে ভাই
           হাজার রোগের পথ‍্য,
ধারলো কাঁচিতে ছাল তুলে নেয়
            আঘাত করে নিত্য ।


মনিব ঘুমায় মহাসুখে রাতে
          পাহারা দেয় কুকুর বাড়ি,
সকালে উঠে লাঠি পেটা খায় সে
          নিয়েছে নাকি ভাতের হাঁড়ি।


এ জগতে যে প‍রোপকারে থাকে রত
             তাকে বেশিই কাঁদতে হয়;
যে যাই বলুক, সেইতো মানুষ
             মহামানবের জীবনী তা কয়।