জীবনের গতি বুঝিতে না পারি
পারিনা সইতে জ্বালা ,
জীবন কে যত সহজ করতে চাই
পরিনামে পড়ে যায় তালা ।


চাই যাকে সুখী করতে
নিজেকে দিয়ে দুঃখ ,
সেও আমায় ভূল বুঝে
কথা বলে রুক্ষ ।


শৈশব গেলো , কৈশর গেলো
এলো যৌবন কাল,
ভাবনারা আর স্বপ্নরা মনে
হয়েছে আকাল ॥


আকাশের তারা আর বাদলের ধারা
দুই বিপরীত দিক,
ভিতরে মোর ছাই চাপা
বাহিরে চিকচিক ।


সবকিছু মোর উল্টো ধারা
উল্টো মোর ভুবন ,
বিধাতা তোমায় বলি বারে বার
এটাই কি মোর জীবন ????