অবিনশ্বর কোমল হৃদয়
ত্যাগী যাহার প্রাণ,
জাবেদ ভাই সবার সেরা
গাহি তাঁহার গান ।


গল্প নয় সত্যিই সবই
ভালোবাসার টান ,
গরিব দুঃখীদের বুকে নিয়ে
বাড়ায় সবার মান ।


অতি সাধারণত জীবনধারা
কিন্তু আছে প্রচুর  ধন,
দুঃখী মানুষের দুঃখ ঘুছায়
বিনিময়ে চায় না অভিনন্দন  ।


চিন্তা নেই তো হতো দরিদ্র
নিয়ে পড়াশোনা বা বিয়ে,
দু হাত খুলে অর্থ বিলায়
রাখেন ভালোবাসার নীড়ে ।


উন্নয়নের চলক ধারায়
বেগমগঞ্জের মাটি ,
জাবেদ ভাইয়ের সুনজরে
হলো সবই খাঁটি ।


গুণী জনের গুণের কথা
হবে নাতো শেষ ,
ভাইয়া হাসলে হাসি আমরা
হাসবে বাংলাদেশ ।