এই বুকেরই মাঝে
সকালে সাঁঝে
তোমাকে রেখেছি গোপনে,
শয়নে স্বপনে
জীবনে মরণে
তোমাকে স্মরি এই ভুবনে।


তোমারী পরশে          
নৃভিতে যতনে
মন ছুঁয়ে যায় প্রিয় আবেশে,
সুখস্মৃতির মাঝে        
হৃদয়ের গহীনে
রুনুঝুনু এই মন নাচে।


রাধাকৃষ্ণ মুরতি                
যুগল পিরিতি
দুর্লভ মনুষ্য জীবনে পেয়েছি,
তুমি তো  ভরসা        
এই দাসের সব আশা
তোমাতেই সব সঁপে দিয়েছি।


হোকনা যত ভুল            
করে দাও নির্মূল
ভালোবেসে রেখো পাশে,
কষ্ট যাতনা                    
দুঃখ বেদনা
সয়ে যাবো ধরণী মাঝে।


সংসার সাগরে            
এই দুঃখালয়ে
ঠাঁই দিও রাঙা চরণে,
এই সংসার রঙ্গে,          
থাকি যেন সঙ্গে
দেখা দিও প্রভু মরণে।