আমার চর্ম চোখে পাপের আবরণ
তাই, মন্দ লাগে ভালো,
সৎ কর্মেও  লাভ খুঁজে ফিরি
অসৎ কর্ম চাঁদের  আলো।।


লাভের আশায় সকাল শুরু
ঘুষের কর্ম করি আগে,
অর্জন ছাড়া কোনো কর্ম হলে
তখন, নীতিকথা জাগে।
করি শুধু লাভের কারবার
ভাবিনা, তাঁর দুঃখের কালো।


মাতি আমি ভোগবিলাসে
তামসিক সুখে থাকি মত্ত,
গাধার মত বোঝা টেনে চলি
দেখি, পরিবারের শত স্বার্থ।
আমার আসল কর্ম ঢাকা পড়লো
জীবন হলো এলোমেলো।


হাঁটতে আমার পা চলেনা,এখন
হাতের সম্বল লাঠি,
সুকর্মে রতি হলো মন
আরাম আয়েশ ছাড়ি।
এখন, বেলা যে গড়িয়ে এলো
সূর্য ডুবো ডুবো।