জীবন জুড়ে দিলে প্রভু
সূর্য গ্রহ চাঁদ,
সোনার ক্ষেতে ফুল ফলাদী
করছি যে আবাদ।
তোমার  আশীর্বাদ প্রভুজি
তোমার আশীর্বাদ।।


দিন চলে যায়
স্নেহ মায়ায়,
ঘুমের কোলে
রাত যে ফুরায়।
সকল পাপ পুণ্যে প্রভু
ক্ষমা করো দাও
তোমার আশীর্বাদ প্রভুজি
তোমার  আশীর্বাদ।।


মনের মধ্যে
থাকা ধূলি
জ্ঞানে অজ্ঞানে
যত বাড়াবাড়ি
গুরুজনে অবহেলা
ক্ষমা করো দাও
তোমার আশীর্বাদ প্রভুজি
তোমার আশীর্বাদ।।


পথ চলিতে
মায়ার দেশে
সঙ সেজে থাকি
বীরের বেশে
গায়ের জোরে কর্ম করি
ক্ষমা করো দাও
তোমার আশীর্বাদ প্রভুজি
তোমার আশীর্বাদ।।