কিছু কথাই বেঁধেছিলি অমাই তুই।
কিছু ব্যাথা ছিল, যা বেঁধে রেখেছি এখনও!
জানি তুই ফিরবি না হয়ত আর!
দীর্ঘ জোছনার অপেক্ষাই থাকবে হয়ত আমার চিরদিনের অমাবস্যা।
হয়ত সেই শাড়ির লাল তোকে আগলে রাখতে পারবে না আর।
পারবে না হয়ত আমার, তোর  ভালোলাগার পুরনো হাঁসি!
পারবে না হয়ত হারিয়ে যাওয়া আমার পুরনো কবিতাও।
পারবে না হইতো সেই সমুদ্র
যা কোনো একদিন ডেকেছিল তোকে....


তবু কেনো জানিস তোকে আমি চাই?
জানিস এখনও কেনো হারাতে চাই তোর ছোয়াই!
জানিস এখনও কেনো ফেরাতে চায় তোর হারিয়ে যাওয়া পুরনো স্বপ্ন, যেখানে তোর স্বপ্নের কিছু মুহূর্ত ছিল শুধু আমার?
জানিস এখনও কেনো কাঁদতে চাই?
জানিস এখনও কেনো সেই ভালো লাগা লাল শাড়ি,
আর হাতে আলোর প্রদীপ ছোওয়াতে চাই?
জানিস এখনও কেনো ভালোবাসতে চাই?...


" স্বপ্ন দেখার কিছু কথা চিরদিনই ছিল আমার।
তুই শুধু অবাস্তব হয়ে আমার বাস্তবে এলি।
ছবির মতো থাকলি তুই
আবেগ ছেড়ে চলে গেলি!
ভালো থাকার কথা দিয়ে
আমার অপেক্ষাই রয়ে গেলি!"