কাঠের মানুষ তুমি
         --------------------------
কাঠের মানুষ তুমি! ঝুলবে কেনো দড়িতে?
অসহায়তার কালো চাঁদর উড়বে কেনো,জীবনের এই কিছুক্ষণের কঠিন মুহূর্তে?
পাসে আছি তোমার থাকবো চিরদিন।ধরে রাখবো হাত আমি ছাড়বো না কোনোদিন।
বিশ্বাস করলে না আমায়! থাক তাতে আমার আফসোস যে কোনো নাই। ধরলে তাহার পাত, সত্যি ওই রকম অসহায়তার মাঝে তুমি ছাড়লে আমার হাত! তার লালসা ভরা চোখে তুমি একবারো দেখলে না ভবিষ্যতে ধেয়ে আসা কুয়াশার ঐ রুষ্ট কালো রাত?


চেয়েছিলাম পেতে তোমায়! ভাবতে তোমায়! জানতে তোমায়! ভোগ নয়,ভালোবাসার তালাচাবি তে জড়িয়ে রাখতে তোমায়! পূর্ণিমার জ্যোৎস্না ভরা রাতে সৈকতের স্নিগ্ধ হাওয়ায় চুম্বন করতে তোমায়! চয়েছিলাম জড়িয়ে ধরে, সহস্ত্র যোজন দূরে, ভালোবাসার ডুব সাগরে ভাসিয়ে রাখতে তোমায়।
স্বপ্ন হয়ে গেল সেই দিন! স্বপ্ন হয়ে গেল পূর্ণিমার সেই জ্যোৎস্না ভরা  রাত! কাঠের মানুষ তুমি তাই বুঝলে না আজও আমার প্রেমের বৃষ্টিতে ঝরে পড়া ক্ষনিকের আবেগের সেই রাত... আবেগের সেই রাত......