বুকের কষ্ট যখন মুচড়ে উঠে
সত্যি কষ্টটা তখনি ঝলসে ফুটে!
জীবন্ত গাছের ছেঁড়া খসখসে সাদার তলে।


কখনো বৃষ্টির মাঝে হাঁটছি একা
স্যাঁতস্যাঁতে মাথার চুল।
কখনো রবির দ্বারে পড়ছি হেথা চুপসে মুখের ফুল
কর্মের কাছে বৃথা সব!
এখন টাকার রসেই কিনারার কুল।
নিরাশার চোখ টা  তুলে দেখি
শালা দেশি মেমের কুকুর গুলোও আজ
এসির নেশায় মশগুল।