গোলাপের সেই ফুল তুমি!
যে কৃত্তিম বাতাসেও ফুটতে পারে।
বৃষ্টি কেও তুচ্ছ করে যে মাথায় ছাদ গড়তে পারে!
নীল হলুদ গোলাপের পাপড়ি তুমি!
চোখের কালোর নিবারণের প্রাপ্তি তুমি!


সুইচ বোর্ডের কালোতে আঙ্গুলের সেই ছাপ তুমি!
যা নিবারণের স্পর্শে খুলে ওঠা আলো তুমি!
কবির মনের সে গভীর তুমি
যার চিন্তায় কানের ঝুমকোর
সঙ্গীত তুমি!