চলতে আজও আমি অব্যর্থ।
সৃষ্টির অন্তিম হাতের কঠোর স্পর্শ
হয়ত করেছে আমায় চিরদিনের ব্যার্থ!
কিন্তু "আমি যে স্বপ্নের পথিক!"
অনন্ত রাস্তার বুক চিরে
স্বপ্নের সন্ধানে চলাই তো আমার জ্বলন্ত প্রতীক।


হাজারো আঘাতে ছিন্ন বক্ষে
পথ খোঁজার নেশায় তো আমার অক্লান্ত চারিত্রিক।
আমার ধ্বজা, আমার স্বপ্ন,
আমি যে জ্বলন্ত প্রতীক।
আমি যে স্বপ্নের পথিক!


স্তব্ধ মাঠের, অক্লান্ত রোদের
অজানা পথের চন্দ্রগুপ্ত মৌর্য আমি।
সমান্তর প্রগতির চাণক্যের শিষ্য
নন্দ বংশের ধ্বংস আমি
আমি শ্রেষ্ঠ, আমি অতীত,
আমি ভবিষ্যতের জ্বলন্ত প্রতীক।
আমি যে স্বপ্নের পথিক!