জন্মদিলে নারী ওহে কান্ডারী করিলে সর্বশ্রেষ্ঠ।
ফেলিলে আমাকে যুগান্তরের বাঁকে
পথ করিলে আমার নিকৃষ্ট।
সৃষ্টি হল পুরুষেরও
তারা হস্তে পেল বল
ছিনিয়ে নিল পুরুষেরা সৃষ্টির শ্রেষ্ঠ টুপি
করিয়া আমাদের ভূতল।


বাহু বলে,বাহু তুলে
তাহারা উঠিয়া পড়িল গর্জে।
তিক্ত হাসির তরে শর্ত রাখিলো ধরে
নিজ মর্জির বাহু জোরে
"আমি তোমার ভূস্বামী
তুমি আমার ভূতল
ফসল ফলাবে তুমি
তবে রাখিবো তোমায় আমি শীতল"।


আমি যে নারী সর্ব সহ্যকারী
পাতিয়া নিলাম মাথা।
দেখিলাম তোমায় স্বর্গের হেথায়
তোমাতে খুজিলাম পিতা।
কিন্তু তুমি যে রাবণ
দেখিলেনা মন চাও আরো গ্রীবা ভরে


হাই আমি নারী কুলঙ্গিনী ভিকারি
তুমি আজ সাধু বটে।
তাই ছুড়িয়া আমাকে করিলে বাঁকে
শত হস্তের জিহ্বা তটে...
শত হস্তের জিহ্বা তটে...