সে এক অদ্ভুত অভিজ্ঞতায় আপ্লুত হলো যে আমার আত্মা।
উড়ো জাহাজ উড়ে গেল বাতাসের বুক চিরে,
দ্রুত উপরে উঠে গেল,
নম্রতায় ভিজে গেল, আমার দুচোখে নেমে এলো সবুজের অজস্র হৃদয়।
আমার হৃদয় জুড়ে বাসা বেঁধেছিল হাওয়ায় ভেসে,
সমুদ্রের উপর দিয়ে সমুদ্রের শীতল বাতাসের সাথে উড়ে যাবার।
হৃদয়ের চোখে জমেছিল যে সুপ্ত বাসনা তার আভাস নেমে এলো তখন।
কাচের জানালায় ওঠেএলো বঙ্গোপসাগরের নীল রঙ
যে নীলাভ আমি খুঁজেছি হাজারো বার শীতের রাতে কলকাতায়।
একবার দেখেছি মাত্র তাকে অঘ্রাণের ভোরে,  
তখন সবাই ঘুমে আমি শুধু জেগে,
ঘুরে ঘুরে তাকিয়েছি আকাশের নক্ষত্র মালায়।


নীল বিছানায় খেলা করছিল অনেক তারারা
তারারা কি তখন তাঁহাদের অন্তিম সময়ের কথা ভেবেছিল আমার মত?
আমার হৃদয় তখন উড়ে গিয়েছিল সেই নক্ষত্রমালার আশায়,
তার আস্বাদ রূপ রস গতির গাঢ় আবেশে বিভোর;
আমার প্রাণে কি কখনো আসবে সেইসব জীবনের মুহূর্ত সময় অন্তিম সন্ধ্যায়?
উড়োজাহাজ আমাকে নিয়ে যাবে বুঝি সেই সব মুহূর্তের দিকে,
অতিক্রম করে যাবে অনন্ত অসীম শূন্যে।
আমার উৎসুক দুচোখে আমার হৃদয় মরণের কথা ভেবেও
অপূর্ব সুন্দর রূপ খোঁজে ফেরে,
সমুদ্রের নীল জলরাশির থেকে,
উপরের থেকে দেখা যায় সে শুধু বিছিয়ে রেখেছে নীল আকাশ
উপরের নীল আর জলরাশির নীল
অসীম আকাশ তার জন্য উন্মুক্ত করে
বিশুদ্ধতায় বিস্তৃত কাঙ্ক্ষিত হয়ে আছে নক্ষত্র ফুলের সজ্জা
নিভৃতে নিঃশব্দে ঝরে পড়ে,
যেন তারা একে-একে মিলে দুই নয় দিবসে এক হয়ে গেছে,
এখানেই আছে ঊর্ধ্ব ও নিম্নের বর্ণহীন জীবন,
একটা আকাশ শুধু নীল শুধুমাত্র নীল
যতদূর দেখা যায় এ-দৃশ্য একে-অপরের মধ্যে হারিয়ে,
ম্লান হয়ে গেল একাকার হয়ে এক-ই রূপে,
এরকম জীবনের আস্বাদ যদি আমরা পেতাম,
আমাদের হৃদয়ের সাথে হৃদয়ের মিলনে কোন সংঘাত,
কোন দুঃখ-দুর্দশা থাকত না।