আমার এই চড়ুই পাখি টালির চালার কার্ণিশে বেঁধেছে সখের বাসা।
ভবিষ্যৎ তার এইখানে নিয়মের সাথে পাল্লা দিয়ে আগাম-জীবনের
সুবাতাস সাথে একটু একটু করে লিখেছে জমাখরচের হিসাব চিলেকোঠায়।
পৃথিবীর সব রঙ একদিকে।
সমস্ত পৃথিবীর সব শান্তি তার চোখে-মুখে, সেও আসন্ন সংগ্রামে প্রস্তুত
আমি খুঁজে বেড়াই চিলেকোঠায় সেই সব ক্লান্ত অবসন্ন নারীদের গোপন ভাষা,
যারা গভীর রাতের অন্ধকারে খুঁজে ফেরে অসংখ্য তারাদের মাঝে তাঁদের সন্তানদের,
অবসাদ ভারাক্রান্ত হৃদয় ভাঙ্গে যাদের স্বপ্ন মাঝ রাতে বিছানায়,
সেই সব নারীরা এইখানে একত্র ভিড় করে এই চিলেকোঠায়।
রাতের আসন্ন সময় এই কার্ণিশে সে চায় একান্তে কাটুক।
আনন্দের নিখাদ উষ্ণ সকাল নিয়ে সে যে বহমান,
উপহার চায় মাতৃত্বের অধিকার।
একটু-একটু করে উড়ে যায় বারবার খড়কুটো মুখে ফিরে আসে।
স্বপ্ন শুধুই চিলেকোঠা বানাবার।
আমি খুঁজে পাই মানব-সভ্যতার মাতৃত্বের নেশা, স্বপ্ন,মমতা সব এইখানে।