আমরা যখন সৃষ্টি করতে অপারগ, অক্ষম,
তাহলে অস্তিত্বের মধ্যে ধর্মের সৃষ্টি কি করতে পারি আমরা?
আমাদের শত শত শতাব্দীর সেই প্রচেষ্টা
আজকের জীবনের কাছে ব্যর্থ নয় কি?
ধর্ম বলতে যা বোঝায় তা-হলো অস্তিত্বের ধারণ করা
যাহা আমি কখনোই সৃষ্টি করতে পারি না।


তাহলে এ-কোন্‌ ধর্ম?
যার জন্য পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণের বিনাশ, আজো বহমান!
ইতিহাস বলে বিভিন্ন যুদ্ধে নিহতের সংখ্যার থেকে,
অনেক বেশি প্রাণের নিধন ঘটেছে ধর্মের লড়াইয়ে,
আজও চলছে সেই লড়াই শ্রেষ্ঠত্বের দাবিদারের লড়াই,
যেভাবে আমরা নারী-পুরুষের সংঘাতে লিপ্ত থাকি,
লিপ্ত থাকি সংঘাতে উঁচু-নিচু জাত-পাতের,
লিপ্ত থাকি ধনী-দরিদ্র্যের পার্থক্যের সংঘাতে,
লিপ্ত থাকি সভ্য ও অসভ্য পরিভাষার সংঘাতে,
লিপ্ত থাকি আচার-ব্যবহার বিভেদের সংঘাতে,
লিপ্ত থাকি জন্মের-স্থান-কাল ভেদের সংঘাতে,
লিপ্ত থাকি ভাষা-বিভেদের সংঘাতে,
লিপ্ত থাকি বর্ণ-বৈষম্যের সংঘাতে।