সৃষ্টির আদিতেই সূত্রপাত রাজনীতির,
রাজনীতির গহীন অন্ধকার, রণাঙ্গনে আজ আমরা,
যার বীজ রোপন হয়েছিল বহু শতাব্দী আগেই,
যার ফসল আজ আমাদের ধ্বংসের উন্মত্ততায় ।


ধর্ম কার সৃষ্টি? তাকে কি সৃষ্টি করা যায়?
না, ধর্ম হল সহজাত প্রকৃতি ও বৈশিষ্ট্য,
যা অস্তিত্বের মধ্যেই অন্তর্নিহিত থাকে জন্মলগ্নে;
যে কোনো অস্তিত্বই হোক না কেন,
জীব ও জড়, নারী-পুরুষ নির্বিশেষে,
প্রত্যেকেরই একটা নিজস্ব ধর্ম আছে।


সৃষ্টির সেই আদি থেকেই অস্তিত্বের রূপভেদের জন্ম,
তার ওপর নির্ভর নই কি আমরা?
জগতে ধর্ম যা-কিনা বিশিষ্ট রূপে একদিন
অস্তিত্বের সাথেই জন্ম নিয়েছিল,
তার স্বতন্ত্রতায় সে বেঁচে আছে স্বধর্ম আর অধর্মের সাথে;
ধর্ম বলতে আমি তাই জানি ।


সৃষ্টির অনাবৃত শিল্পকলায় যখনই নেমে আসে চেতনার জোয়ার,
চেতনা জাগ্রত হয়,
প্রতিটি অস্তিত্বের মধ্যে নেমে আসে আলোড়নের উত্তেজনা,
কেউ থেমে থাকে না, থাকতে পারবেও না;
সবাই সে ছন্দে সাড়া জাগায়, কোথাও তা-রঙিন কখনো বিবর্ণ ।