হে মহান পৃথিবী আজ তোমার নতুন রূপ দেখেছি আমি,
এক নতুন পোশাকে নেমেছো তুমি পৃথিবীর রাস্তায় - রাস্তায় শত শত ভাই আর বোনেদের কাছে,
কী এক শান্তির দৃশ্যের সাথে আমি চলছি রাস্তার পথ ধরে,
নীলাভ আকাশের বুক থেকে নেমে এসেছে সূর্য সকলের মুখে এক প্রসন্নতা নিয়ে আজ,
বিস্তৃত নীল আকাশে যেন নেই কোন ব্যথা-বেদনা কোন অবসাদ,
এমন সুন্দর বিস্তৃত বিষণ্ণতাহীন মলিনতার  মুখোমুখি হইনি বহুকাল এমন মায়াবী আকাশের সাথে,
উত্তপ্ত বাতাসে রোদের ঝলকানি ঠিকরে পড়ছে আমাদের চোখে মুখে গাছের মাথায়,
পৃথিবীর সব পাখির আওয়াজ অন্য কোথাও এখন - তাদের মুখ গোপন করে রেখেছে এক নীরবতার সাথে গাছের ভিতরে পাতায় ডালে।


পৃথিবীর সব ভাই ও বোনেরা আজ তাদের রাখীবন্ধন উৎসবের উৎসাহে নেমে এসেছে আজ দলে দলে,
কুটিল হৃদয়কে আজ পুরাতন জলে  বিসর্জন দিয়ে এক নবীন পৃথিবী গড়ার আশায়,
যেন আজ তাদের হৃদয়ে নেই কোনো ব্যথা কোন পুরনো স্মৃতি কোন ধূসরতার লেশমাত্র চিহ্ন,
সুন্দর সুন্দর এই বোনেরা সুন্দর এক পোশাকের নবীনতায় পৃথিবীর সব মায়াজালকে ভুলে গিয়ে এক নতুন উদ্যমে প্রস্তুত করেছে নিজেদের - তাদের ভাইদের জন্য এক শুভ কামনার সাথে।


গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত জলের স্রোতের মতো আজ তাদের হৃদয়কে করেছে মলিন এই সব বোনেরা,
ভাইদের পেছনে বাইকে বসে চলেছে তারা তাদের সেই উদ্দেশ্যকে সফল করতে আজ এক নতুন উৎসাহ নিয়ে
এমন কোনো মহাশক্তি কি আছে এই চরাচরে এই হিমাবাহের থেকে উৎসারিত তরঙ্গের বিরুদ্ধে দাঁড়াবে কেউ আজ,
তাই তারা বিজয় উৎসবে মেতে থাকবে এক অমোঘ বন্ধনের বাতায়নে,
পৃথিবীর সব শান্তি আজ তাদের হৃদয়ে - আজ তারা নারী নয় - আজ তারা শুধুমাত্র প্রিয় ভাইদের বোন, এক পরিতৃপ্ত আত্মার সাথে বিলীন করেছে নিজেদের,
তাদের এই আত্মায় নেই কোনো রোমান্টিকতা, নেই কোন শিল্প ভাবনা, নেই কোন কারুকার্য, নেই কোন কুশলতা - শুধুমাত্র সরলরৈখিক জীবনের একটা পথ খুঁজে পেয়েছে তারা,
শুধুমাত্র ভালোবাসা এক নিবিড় শান্তি তাদের চোখেমুখে হৃদয়ে অনুভব করে,
এই শান্তির পৃথিবী আর কোথায় আজ?