গাছেদের মতো  হতাম যদি


এখানের পাতাদের কথামালা,
তাদের যৌবনে আমার ঘুমিয়ে পড়া
আশা আকাঙ্ক্ষা আপ্লুত হয়ে ওঠে।
এখানে পৃথিবী রঙীন এখানে একাকিত্ব বলে চিহ্নমাত্র নেই।
পূর্ণিমার চাঁদ জঙ্গলে ঢুকে যায়,
আমার প্রেমে আবিষ্ট হয়ে সে
আমার হাতের উপর তাঁর চিবুক আল্‌তো ছোঁয়।
আমার ব্যাধিঘোর কেটে যায়
জরাজীর্ণ জীবনের মধ্যে এক উষ্ণ উদ্দীপনার সঞ্চারণ ঘটে,
আমি সেই সুরা দুহাত পেতে প্রাণভরে পান করি।
কামনার ক্রোধের ক্রন্দন আমার অথর্ব কানের দরজায় আঘাত হানে
সুমধুর গুঞ্জনে প্রাণ জুড়িয়ে যায়।
আমার অরণ্যের এই বসন্তে আহ্লাদের আটখানা হওয়া দেখে
আমাকে যে আমৃত্যু ঈর্ষাপরায়ণ থাকতে হবে!
গাছেদের মতো আমিও যদি বসন্তে নবজীবন পেয়ে যেতাম
এই সত্তোর্ধ বৃদ্ধের ব্যাধি আর থাকত না,
হাসি মুখে মৃত্যুকেও বরণ করে নেওয়া যেত গাছেদের মতো।