দেশে লকডাউন কাজেও লকডাউন।
শ্রমিকের দু'পায়ে দু'হাতে আছে প্রতিদিনের মতো অটুট ভরসা।
যানবাহন বন্ধ জোগাড়ও বন্ধ।
এবারে হাঁটতে হবে নিরূপায় তাই।
ওরা হাঁটছে ওঁরা হাঁটছে ভারতবর্ষের সব জাতীয় সড়ক ধরে বাঁ পাশ দিয়ে ওঁরা হাঁটছে।  
কড়া রোদ  চৈত্রের দাবদাহ থেকে কালবৈশাখীর দুর্দণ্ড প্রতাপেও ওঁরা হাঁটছে।
কীভাবে ওঁরা হাঁটছে!
শত শত কিলোমিটার পেছনে রেখে হাঁটছে,
পেছন থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জাতীয় সড়ক,
রেললাইন ধরেও ওরা হাঁটছে,
আর কতোকাল অবধি ওরা হাঁটবে?


পিষে দিল ওদের শরীর ট্রাক ট্রেকার মালগাড়ি। রক্তাক্ত জাতীয় সড়ক
রক্তাক্ত রেললাইন।
তবুও ওরা হাঁটছে।
লকডাউনে সব থেমে গেলেও ওরা চলছে শুধুমাত্র দুবেলা দুমুঠো খাবারের উদ্দেশ্যে।