মৃত্যুর পথে হেঁটে চলেছে পৃথিবী
সবাই দাঁড়িয়ে আছে
কেউ কেউ আবার আড়চোখে তাঁকিয়ে দেখেছে বহুকাল
সবাই চুপ ফিসফিস শব্দ
কানাকড়ি নিয়ে লড়াই
পরাজয়ের আত্মগ্লানির অস্থীরতায় সন্ত্রস্ত
কেউ কেউ দৌড়ে গেল মজ্জিদে সেজদায়, কেউ মন্দিরে প্রার্থনায় কেউবা চার্চে
যে যেমন পারলো পছন্দের মতো সাজিয়ে ফেলল উপাসনার মণ্ডপ
পৃথিবী রইল নিজের মতো।


যখনই মনের কোনায় দেখতে পায় জমাটবাঁধা অপরাধের কলুষময় দগদগে ঘা
কৈলাস পর্বতের ধূসর বরফে কিংবা গঙ্গায় ভাসিয়েছে সেসব কলঙ্ক
শুধুমাত্র নিজের কথাই ভেবে গেছে
একবারও ভাবলো না তিলেতিলে গড়ে ওঠা পৃথিবীর রূপ রস ও সৌন্দর্যের কথা
বহুবার সে আগাম জানান দিয়েছে তার অসহ্যনীয় বেদনার কথা
তবুও বারবার আঘাতে আত্মতৃপ্তি পেয়েছে সবাই।