উঠে পড়েছি নাগরদোলায়
ভন্‌ভন্‌ ঘুরছে জীবন-পথ।
ঘুরে আসে জীবন-চক্র বেলা বয়ে যায় প্রাত্যহিক দিবস।
ভেলায় ভাসিয়েছি জীবন উথাল-পাতাল সমুদ্রের তরঙ্গ মেলায়,
কখনও সন্ধ্যা আসে, কখনও সূর্য উঠে,
কখনও জীবনে ফেনা, কখনও নীল জলরাশি।
কেইবা জানে সময়ের প্রভাত,
কেইবা জানে সময়ের অন্তিম কাল।
আমি শুধু সময়ের ভেলায় বহমান,
দিনান্তে শুধু বুঝি আগাম রজনী বুঝি!
আঁধারে হাতড়াই প্রভাতকাল।
তবুও অনন্ত আশা জীবনভর
নতুন আস্বাদের আল্লাদে এ প্রাণ প্রতিক্ষণ উড়ন্ত,
তাই আগামকে প্রীতি ও শুভেচ্ছা সহ আগলে ধরি প্রাণবন্ত।