সে এক অব্যক্ত ভাষা বড় নিদারুণ হয়ে ওঠে জীবনভর
যন্ত্রণায় কাতর হয় স্বপ্নের মায়াজালে
কি দিবাস্বপ্নে কি নিশিরাতে
নিশ্চিন্ত নিরবে জাঁকিয়ে বসে গ্রন্থিল আবেশে।


ছায়ার মতো ঝলমলে জ্যোৎসনায়
জীবনের ছায়াপথে এঁকে দেয় আধাররূপী বিরহ-ব্যথার আলোকসজ্জা।
দহনে পুড়ে ছাই হয় তবু বৃথা ভষ্ম থেকে খুঁজে ফেরে প্রেমের পরাগরেণু
প্রাত্যহিক ভোরে মৃদু চেতনায় থাকে হৃদয় যখন।


সে এক প্রেমবিরহের পরম অনুভূতি!


প্রথম প্রেমপরাজয়ের প্রথম পাঠ জীবনের রঙিন কোলাজে পতনশীল নক্ষত্র যেন আমৃত্যু,
এ ব্যর্থতা আমাকে জীবনভর তাড়িয়ে বেড়ায় গুহামাঝপথে বর্শা-ফলক যেন।


পরাজয়ের শীতল ছায়ায় নিরুদ্দেশ হাতড়াই আসমুদ্রহিমাচল
বিলীন হয়ে যায় মরীচিকার মতো
চেতনা কি মানে সত্য-সব তবুও অসত্য?