নদী সমুদ্র বিস্তৃত জলরাশি এ-বিশ্বব্রম্মাণ্ড মহাজাগতিক খেলায় খেলে শান্ত হয় একবার- মৃত্যু হয় তখন আমাদের,
আমাদের মৃত্যু হয় বারবার আমরা জন্মাই তেমনি বহুবার,
যাকিছু আছে আপনার এ-নশ্বর শরীরে শক্তি ক্ষয়ে  ক্লান্তি অবসাদ নিয়ে আসে,
শক্তি হারিয়ে কিংবা প্রদান করে স্বেচ্ছায় কিংবা বাধ্য জাগতিক বলয়ের চাপে মৃত্যুকে ডেকে আনে,
হৃদয়ের অপার শান্তি তখন,
ফের একবার জাগ্রত হয়ে আকস্মিক ধাবমান বাতাসের মতোই ফুলে ফেঁপে ওঠে
যতসব কামনা বাসনার সাথে,
সব অশান্তির সৃষ্টির কলরবে হৃদয়ও তখন অশান্ত আমাদের,
আমরা জন্মাই আবার।