Bye Bye ২০১২ ,
চোর-ডাকাতরা  শপথ নিল- ,
   'চুরি-ডাকাতী-খুন-খারাপী
         ওরা চিরতরে ছেরে দিল ,
Crime-Crimenal ,  খাদ্যে ভ্যেজাল-
         চায় না ২০১৩ ! '
             এই ইচ্ছে আমার ও !
চোর-ডাকাতরা  স্লোগান দেয় -
               '' পুলিশ দের বেকার করো ,"
          চুরি-ডাকাতী-ছিন্তাই দের
              বেধে নিয়ে গেছে  ২০১২ !
পুলিশ, তুমি কেন এত মারো ?  
        চোর-ডাকাতরা সব বোদলে যাবে-
           ডান্ডা  এবার ছেড়ো !


                 নিও শুভেচ্ছা- নতুন বছর  ২০১৩ !


পুলিশ ,
       ও রে বোকা পুলিশ ,
                 তোরা দারগাবাবুদের  বলিস-
  চোর-ডাকাত রা
                সব এক হোয়েছে,
                  
চুরি-ডাকাতি    কোরবে না আর
                    -ভয় পাবে না  ওরা তোদের ,
      পুলিশ, তুই কথাটা মোনে রাখিস  !
পুলিশ ,
     তোরা রাগে যতই জ্ব্লিশ ,
   আর লুচি র মতো  ফুলিস -
                        তোদের বিরূদ্ধে
                           চোর-ডাকাতরা থানায় কোরবে নালিশ !
    এটা জেনে,
পুলিশদের রাতের  নিদ্রা গেছে ঘুচে,
               সরকার কী আর পুশবে পুলিশ -
                      চুরি-ডাকাতি
                               যায় যদি সব মুছে ?
চোর-ডাকাতের   জন্য  ই   আছে-
               পুলিশ,দারোগা  থানা ,
          আর আছে কোরট-কাছাড়ী
                            বড় বড় জেলখানা  !
চোর-ডাকাতের  চুরি রুখতেই
               সরকার  করে  অনেক টাকা ব্যায় ,
পুলিশ দারোগার মাইনে দিতেই সবটাই খরচা হয় !
    পুলিশ তাই ভেবে মরে -সরকার কী চায় ,
              চাকরীই বা  কি কোরে বাচায় !
চোর-ডাকাতদের এক চালেতেই
                          পুলিশের কিস্তী মাত ,
          ঊকীল-মুন্সী-দারোগা বাবুদেরো ও -
                          মাথায় হাত !


              চোর-ডাকাতের  কামাই -নাকী
                            পুলিশ  খাচ্ছে লুটে-পুটে !
                সরকারী মাইনে, সুযোগ সুবিধা-
                             পুলিশের সবই জোটে !


               চোররা বলে চুরির আগে-
                      নেবে পুলিশ- মোটা টাকা অগ্রিম ,
                 টাকা না পেলে-
                        পুরবে জেলে
                                চুরি কোরবো কী-ঘোড়া র ডিম ?


                 সব গেরস্থ  নাকী এখন হত-দরীদ্র   ,
                  হাতে মাস কাবারী র  লম্বা ফরদ্দ ,
  রাতে চোর ধোরতে বেরোয় ,
               রাতে পোড়লে ওদের গেড়োয়-
    বোলবে  '' শ্রী চোর-
                     ব্যাগ ও   ফরদ্দটা ধরুন-
            বাজারে  লেগেছে আগুন ,
                অবস্থা  খুব করুন ,তাই
                                -মুদী দোকানে চুরি করুন ;
                     ফড়দ্দ মাফিক মাল পৌছে-
                                           কেটে পরুন !''
               'চোরদের -
                       চুরির কামাই ষোল আনার
                             আট আনায় থাবা  থানার ,
                    চার আনা পাবে 'চোরদের-ট্রেনিং'সেন্টার-                                      মাত্র চারআনা শুধু চোরের !
  এই চার আনাতে  চোরের সংসারে
                             ভীষন টানাটানি !
     সারা রাত জেগে-        আমদানি মাত্র চু-আণ্ণী !
  এবার পুলিশে র হোল সরব্ব্নাশ
                          দারগাবাবু ও হতাশ ,
         চোর-ডাকাতের  চুরি বন্ধের  আইন হোল পাশ !
               সরকারী ব্যায় কমাতে -
                 পুলিশদের বলে  V.R.S নিতে - ,
      বে কা র  দারোগা  হুইসকী ছেড়ে
                     খাচ্ছে চ্যব্ব্ন-প্রাশ ;
দারোগা ও পুলিশের সরব্ব্বনাশ  ,
         তাই এবার
                 চোর ডাকাতদের  Merry CRISMAS   !!