বিনিদ্র বিকেল জুড়ে কৃষ্ণচূড়া থরে থরে
পলাশের রক্তিম রঙে বসন্ত জাগ্রত দ্বারে।
নারী-পুরুষ এর যৌবনে আসে কামনার উন্মাদনা
কিশোর কিশোরী মনে দ্বিধা-দ্বন্দ্বের নকশা বোনা।
ইতিউতি লুকোচুরি ভয় ভীতি সংশয়
চোখে চোখ, হাতে হাত, হৃদয়ে হৃদয়।
প্রথম-প্রেম ভালোবাসা, চুরি করে চুম্বন
জাগে অনন্য শিহরণ হৃদয়ের অনুরণন!
শিরায় উপ-শিরায় আনে জোয়ার
বেপরোয়া স্রোত.., গতিময় দুর্বার।
প্রেমের আনাগোনা হতো এককালে গোপনে অন্দরে
আজ হঠাৎ চুম্বন, খবরের শিরোনামে, হৈচৈ শহরে।
কিশোর কিশোরী যুগলে চুম্বনরত প্রেমের ঘূর্ণিপাকে
কোলকাতার এলিট্ যাত্রী-সমৃদ্ধ মেট্রোরেল রেক্ এ।
প্রকাশ্য দৃশ্যে প্রেম নিবেদনে আলিঙ্গন গলাগলি
সচেতন নাগরিকের ফিসফাস হাতাহাতি হাততালি।
প্রেম এসেছিলো নীরবে মনের কোণে একান্তে
পাল্টায় প্রেমের দৃশ্যপট আধুনিকতার অভিনবত্বে!
ধ্বজাধারী প্রবীণেরা উত্তল-অবতলে পারেনা মাপতে
ভালোবাসা'র লেটেস্ট জটিল অংক পারেনা মেলাতে।
প্রবীণ-নবীন এ দ্বন্দ্ব চিরদিন চিরকাল ভীষণ অতি
ভুল-ঠিক, ঠিক করে মহাকাল, পড়ে থাকে পরিণতি!
প্রেম-ভালোবাসা আবহমান অনন্ত...
কখনো পরিশীলিত, কখনো অবিন্যস্ত।
তুমি দুর্বার প্রমত্ত, তুমি সাহসী দুরন্ত
"ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত"!!