ঘুমিয়ে আছে দিনগুলো
হৃদয়ের গভীরে বহুদিন
চলার পথে স্মৃতির ভাঁজে
থাকে অম্লান চিরদিন।


শ্রান্ত পথের ক্লান্ত পথিক
পেছন পানে দেখি
পেরিয়ে এসেছি অনেকটা পথ
বুঝতে পারিনি একি!


জীবন আর সময় তো চলমান
থামেনা এধারা যে বহমান।


জীবনের আজ গোধূলি বেলায়
জীবন নিয়েছে মোড়
বদলে যাচ্ছে জীবনের মানে
চলছে ইঁদুর দৌড়।


বেগ আর আবেগের মাঝে
চলে নিরন্তর প্রতিযোগিতা
আধুনিকতার জটিল যান্ত্রিকতা
অনাকাঙ্খিত কর্মব্যস্ততা।


পেরে উঠিনা সময়ের সাথে
দৌড়ে পাল্লা দেওয়ায়
শুধু মনের ভ্রান্ত অনুভব
সময় যে বয়ে যায়।


আছে সবাকার ভিন্ন সত্তা
চিন্তা চেতনায় মনের গহিনে
চলায় বলায় সন্মোহিত করে
উচ্চকিত হয় নীরব উচ্চারণে।


জীবনের চলার পথের বাঁকে
ক্ষণে ক্ষণে উপলব্ধি অভিজ্ঞতা
টেনে নিয়ে যায় পেছন পানে
বিস্মৃত হওয়া যায়না তা।


জীবন এক আশ্চর্য সম্পদ
ফেলে আসা কাজ ও কথা
হাতড়াই আজ "স্মৃতির এ্যালবাম"
উল্টে চলি শুধু পেছনের পাতা।।


22-nd July, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।