অতীতের না-পাওয়া'কে ভেবে, মুহ্যমান এ-মন
কেবলই "স্মৃতি তুমি বেদনা"-র অন্তর্দহন!


কাঙ্খিত কাউকে না পেয়ে, হৃদয়ে বেদনা'র হুল
যে চলে যায়, সে কখনোই ছিলো না তোমার,
আসলে, ভুল'কে ফুল ভেবে করেছিলে ভুল!


বেহিসেবী মনের খেয়ালে ...
অতীতের দুঃখে না থেকে মশগুল,
বর্তমানের আলোটুকু নিয়ে
ভালো থাকো বিলকুল।


অকথিত বেদনার অন্তহীন ভাবনাগুলো
রেখে অতীতের হিমঘরে,
চলমান জীবনের উত্তাপ গায়ে মাখো
বর্তমান মুহূর্ত কে ঘিরে।


জীবন মানে হাসি-গান
জীবন মানে তাজা প্রাণ,
জীবন মানে চলমান ...
জীবন মানেই বর্তমান।।


11th January, 2019,
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।