সীমান্তে চাপা উত্তেজনা, উদ্বিগ্ন জনগন
গৌরবময় স্বাধীনতার পতাকা উত্তোলন
গর্বিত ভারতবাসী, আপামর জনসাধারণ!
ঝরেছে,... ঝরছে প্রাণ বহুকাল ধরে
অর্জিত স্বাধীনতার আগে ও পরে
স্বাধীনতা বেঁচে আছে সময়ের হাত ধরে
মানুষের আর্তনাদে ক্ষয়িষ্ণু বুকের পাঁজরে!
যুগ যুগ ধরে খুঁজে ফেরে মাটি
অস্তিত্বের অন্বেষণে বিপন্ন প্রাণ
স্বাধীনতা বেঁচে আছে ওদের প্রাণে
ভীতি সংশয়ে সংগ্রামে আমরণ!
স্বাধীনতা মিশে গেছে আজ ধূসর বিবর্ণ ধূলায়
স্বাধীনতার সংজ্ঞা হারিয়েছে সবলের পরাধীনতায়!


তবুও, আশায় বুক বাঁধে অবুঝ মন
আশার আলোয় স্বপ্ন দেখে অজস্র মন!
প্রতিটি স্বাধীনতার দিনে ওরা....
এক একটা করে পতাকা তুলে ধরে মানবতার দিকে
খুঁজে পেতে জীবনে বাঁচার অবলম্বন!
গেয়ে ওঠে গান,
"সারে জাঁহাসে আচ্ছা হিন্দুস্থান হামারা"...
বলে ওরা, ভালো থাক দেশ, বুকে থাক বন্ধন!


15th August, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।