বসে বসে ভাবি,
আমার একটা রোদ্দুর মন আছে ...
সে মাঝে মাঝে আমাকে উত্তাপ দেয়
আমাকে উত্তপ্ত করে, আমাকে পোড়ায়
হৃদয়ে বাজে এক দহন সুর
একান্ত নির্জনতায় ...
এভাবেই কেটে যায় জীবন
একাকিত্বের স্তব্ধতায়, নীরবতায়!


হঠাৎ তুমি এলে এক শ্রাবণ সন্ধ্যায়
আকাশ ভাঙা বৃষ্টি নিয়ে, ...
আমার সারা শরীর ভিজিয়ে দিলে
হৃদয়ের সমস্ত উত্তাপ শুষে নিলে
আমাকে শীতলতায় ডুবিয়ে দিয়ে!
চলে জীবনের জৈবিক লেনদেন
বিনিময়ের জীবন যাপন
মিলেমিশে যায় সংগোপনে ...
মেঘলা শ্রাবণ আর রোদ্দুর মন!


বসে বসে ভাবি,
কখন কিভাবে শরীর জমি খুঁজে নিয়ে,
... ভালোবাসার বৃত্ত হয়ে যায় সমাপন!


26th September, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।