ফ্ল্যাটের জানালার পাশে চাঁদের আলো এসে পড়ে
পর্দা ঠেলে সে একেবারে ঘরে ঢুকে বসে।
আমি তাকে ধার্য করে রাখি অকৃত্রিম আদরে
তারপর, —পেরিয়ে যায় সময়, মুহূর্ত..
হু-হু করে ছুটে আসে অনাগত দিনের প্রত্যাশারা
আর, তার ঠিক একটু দূরেই আনন্দবিতান!
হঠাৎ করে চাঁদের আলো নিভে গিয়ে
জ্বলে ওঠে হাই-পাওয়ার হ্যালোজেনের আলো।
নাগরিক শ্যেন চোখ গিলে খায় আমার সবটুকু চাঁদ;
পন্ড হয় আমার সাদা-কালো ছবির মহড়া!