.
জীবনের অলিগলিতে এখন দেদার পণ্যায়ন
জটিলতার সূচক হয়ে নিত্যযাপনের অংশীদার
সমাজ, রাষ্ট্র, পররাষ্ট্র নীতিতে অর্থনীতির মারপ্যাঁচ
রাজনৈতিক সমকামিতায় বুঁদ, অযুত সন্মোহন
সেনসেক্স এর গ্রাফ ওঠে নামে
শেয়ার বাজার ঘোড়ার ডিমে দিয়ে যায়— ‘তা’
সন্দিগ্ধ সম্ভাবনায় দারিদ্র মোচনের অঙ্গীকার
শুধু মানুষে মানুষে বিচ্ছেদ, কাটাছেঁড়ার ব্যবচ্ছেদ
ফাস্টফুডের চায়না প্রজনন, অর্ডার দিতে লম্বা কিউ
প্রযুক্তির বারকোড লেবেলে নির্ধারিত গুপ্ত মূল্য
মূল্যবোধের শুকনো চরে লাঙল চষে ব্যর্থ কৃষক
লাঙলের ফলায় উঠে আসে কেবল কার্বন কালি
নাকের সামনে ‘অচ্ছেদিন’-এর মূলো ঝোলে
সুতোয় বাঁধা নীতিহীন নেতৃত্বের লম্ফ-ঝম্প
আসলে, নিজেদের আখের গোছাতে ব্যস্ত তারা
তারপর, হারিয়ে যায় সীমালঙ্ঘনের চোরাবালিতে…
.
আমাদের শিরায় শিরায় পূর্বপুরুষের রক্ত
সংগ্রামী চেতনার দ্রোহ নিয়ে শিরদাঁড়া বেয়ে
কখনও কখনও এই কাঙাল বুকে নেমে আসে
কিছুদিনের সিলেবাস বহির্ভূত আগুনমালার পাঠ
অতঃপর, অপেক্ষার দিন গুনি…
গর্জে ওঠে রক্তচক্ষু, তর্জনী আঙুল—
প্রতিবাদ মিছিল আজ ভীত, ক্লান্ত ভীষণ;
বিলাসিতার শর্টকাট হুকে আটকে গেছে পুঁজিবাদ!


.
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৪|১০|২০২২