ছিটমহল হলো এমন এক দেশ
যে দেশের নেই কোনো দেশ
যে দেশে মানুষের জীবন নিরুদ্দেশ
ছিটমহল সেই দেশহীন দেশ।


স্কুলে, হাসপাতালে... "নো এন্ট্রি"!
কারণ, ছাত্রছাত্রী বা রোগী --
ঐ স্কুল বা হাসপাতালের দেশের অধিবাসী নয়!
সন্তান-সম্ভবা বধূকে হাসপাতালে ভর্তি হতে গেলে
পরপুরুষের বউ হতে হয়,
মেধাবী ছাত্রীকে পরীক্ষা দিতে গেলে
দিতে হয় মিথ্যে পিতৃ পরিচয়!
এভাবেই মিথ্যাচারিতায় ভরে যায় জীবন
এভাবেই চলে মিথ্যে ভরা জীবন যাপন....
জীবন যৌবনের ওপর নেমে আসে বিপর্যয় ভীষণ!
এরা ছোট্টো ছিটমহলের ছিটেফোঁটা জীবনাধার
তাই সয়ে যায় ইতিহাস নির্দিষ্ট বিভেদের অনাচার!


রাষ্ট্র নায়কদের আধুনিক বর্বরতার কলমের আঁচড়ে
স্বাধীন জীবন-প্রবাহ দেশহীন ছিটমহলে বাঁধা পড়ে। আজন্মের স্বদেশ হয় ভিনদেশ
আর বিদেশকে মানতে হয় দেশ!
কতো স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা, আনন্দ, চোখের জল
পড়ে থাকে শুধু স্মৃতি হয়ে পেছনে
ভাগ হয় দেশ...... ভাগ হয় মানুষ...
ভাগ হয় হৃদয়..... বড়ো অকারণে!


বড়ো বিচিত্র সব জীবন, মন ও মননের আখ্যান
জীবনভর ছড়িয়ে থাকে অতলান্ত যন্ত্রণার উপাদান!


ছিটমহলবাসীরা তাদের নিরালম্ব দৈনন্দিন
আর ভবিষ্যৎ জীবনের রেখচিত্র এঁকে চলে অন্তহীন
বংশ পরম্পরায় অনিশ্চয়তার পথ ধরে এভাবেই ...
শেষ নেই আর ন্যায্যতই কোনো শেষ কথা নেই!
এদের জীবনালেখ্য, দৃশ্যপট পড়ে যায় ঢাকা
বরং রচিত হয় সেখানে --
দুরূহতর কোনো আখ্যানের ... উপক্রমণিকা!!


24th July, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।