আজ 23-শে জানুয়ারি,
তুমি জন্মেছিলে আজ,... নেতাজি 'সুভাষ'।


তুমি জন্মেছিলে,.. হেঁটে যেতে এক আগ্নেয় স্পর্ধায়
পরাধীনতার বন্ধুর অমসৃণ পথ
সেদিন মিশে গিয়েছিলো তোমার পায়ের তলায়!
একরোখা জ্বলন্ত আগুন হয়ে তুমি
মানুষের অধিকার বুঝে নিতে চেয়েছিলে,
স্বার্থান্বেষীরা ধরে ছিলো ভিন্ন পথ
তোমার মহান আদর্শকে পেছনে ফেলে।
অনন্ত পথ পাড়ি জমিয়েছিলে...
মাটিতে-আকাশে, কোথাও জলের ওপর ভেসে
আজাদীর ডাক দিয়েছিলে দেশ থেকে ভিনদেশে।
আজ ভারতবর্ষ নামক ভূখণ্ড স্বাধীন হয়েছে মানি
কিন্তু, ভারতমাতার অন্তরে আজও দগদগে ক্ষত,
থরে থরে জমা হয়ে আছে পরাধীনতার গ্লানি
দেশবাসীর বুকের ভায়োলিনে তাই বেদনার সুর শুনি!


তোমার "আজাদ হিন্দ্ ফৌজ" এর
উর্দির আড়ালে যে হৃদয় ছিলো,
আর জলপাই রঙের আভায়
লুকিয়ে রেখেছিলে যে আলো,
তা দেখার জন্য অপেক্ষা করছে আসমুদ্র-হিমাচল!


আজ 23-শে জানুয়ারি, তোমার জন্মদিনের...
এই পুণ্য প্রভাতে ভোরের সূর্যটা দাঁড়িয়ে আছে,
মেঘেরাও উড়ে চলেছে নীল থেকে নীল দিগন্তে...
তাদের বীরসেনানী নেতাজিকে কুর্নিশ করবে বলে।


তুমি ফিরে এসো, ...
হে মহান দেশপ্রেমিক, দেশনায়ক নেতাজি 'সুভাষ'
আমাদের এই পোড়া মাটিতে,... এই মহা-দুর্দিনে
আজ মহা-বিপ্লবের..... এক মহা-আয়োজনে!!


23-শে জানুয়ারি, 2019
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।