জীবনের দায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
জীবনের জল-রং ছিটিয়ে পড়ে শরীরে
জামায় পোশাকে, মাছরাঙা পালকে
ভালোবাসা জড়িয়ে নিদ্রাকুসুমে শরীর সাজায়
দমবন্ধ রাতে ঘামে, কামে, রতিকান্ত বর্ণমালায়
দ্বন্দ্বময় জীবনের নিঃশ্বাস আগুনে পুড়ে পুড়িয়ে
সিক্ত হই মাছরাঙার আঁশটে ঠোঁটের লালারসে
কবিতার মিছিল হাঁটে, লিমেরিকে অন্ত্যমিল
দেহজ শর্করা ও লবণের অবিমিশ্র পলি-তে
ফলিয়েছি বরবটি, সিম,.. কিছু সব্জি ফসল।

জানালার বাইরে দেখেছি পৃথিবীর রঙমহল
কত ঋতু-পরিবর্তন, কালবৈশাখী ঝড়-বাদল
সীমান্তে লেনদেন, বারুদের ঘ্রাণ, হিংসা-হনন...
জীবনের ভিতর বিনিময়, বেঁচে থাকার সংগ্রাম
এখানে হিংসা নয়, থাকে এক কাঠঠোকরা মন
জীবন, শরীর ছাপোষা খুব, চায়ের আগে চুম্বন
ভালোবাসার খোঁজে জীবন যন্ত্রণার গভীর খনন!


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২২|১০|২০২২