এসো হে বৈশাখ
তিয়াসা নিদাঘ
হে নূতন ভৈরব
উত্তাপ অনুভব
উৎসব কলরব
বিলাস বৈভব।


ফুলে ফলে সজ্জিত
পরিপাটি চারিপাশ
কোলাহল উল্লাস।
নট নটী নক্ষত্র
বিলাসি চরিত্র।
নববর্ষ উদযাপন
মুখরিত কলতান
চলমান আবহমান।


আমোদ আহ্লাদের মেলা
জোয়ারে ভাসিয়ে ভেলা
নরনারীদের নৃত্য খেলা।


বৈশাখী মেলা
নাগরদোলা
মাটির পুতুল
রঙিন ঘুড়ি
রেশমি চুড়ি।
নারী কিশোরী
বাসন্তী শাড়ি
কতো বাহারি!


ভিক্টোরিয়া নন্দন
গড়ের মাঠ রবীন্দ্র সদন
শিশু কিশোর কিশোরী
প্রাণের পরশ স্পন্দন!
এলোকেশী ললনা
ইতিউতি আনাগোনা
আনন্দ উদ্দীপনা
প্রমোদে ঢালিয়া দিনু
বিগলিত তনুমন।
স্মার্ট ফোন ভিডিও গেম
প্রাণের বন্ধন উদ্দাম প্রেম।
ক্যামেরা মিডিয়া খবর
রবীন্দ্র সরোবর
সোনা রোদ মাখা চত্বর
আনন্দ-ধ্বনি মুখর
ভেঁপু বাঁশির সুর
কতোই শ্রুতি মধুর!


বিচিত্র বেশবাস
সুরভিত সুবাস
নাগরিক কলকাতার
ঐকতান উচ্ছ্বাস।
আপামর বাঙালি
দরিদ্র সম্পদশালী
আবেগে আবেশে
প্রাণের জোয়ারে মিশে।


বাংলা বাঙালির প্রাণ
কবিতা রবীন্দ্র গান
নতুন দিনের গান
নববর্ষের আহ্বান।
তাক দুম বাজে
বাংলাদেশের ঢাক
বাজে মঙ্গল শাঁখ
নতুন বছরের ডাক।


দীর্ণতা জীর্ণতা উড়িয়ে
আনন্দের ডালি নিয়ে
এসো নতুন বছর
এসো হে বৈশাখ।।