জানালায় এলো বৃষ্টির ছাঁট
খুলে গেলো হৃদয়ের কপাট
কতো দিন পরে বৃষ্টি এলো
হৃদয় আমার ভিজিয়ে দিলো।


ঝর ঝর বৃষ্টি অঝোর ধারে
নেশা লাগে সারা শরীর জুড়ে
আবেশ-ঘন তৃপ্তির শিহরণ
পাই যেন প্রশ্রয়ের আলিঙ্গন!


আসে ব্যাপক বৃষ্টি,.. মত্ত ঝাপটা
চাবুক শাণায় যতো বৃষ্টির ফোঁটা
অধর নিংড়ে গভীর চুম্বন ছুঁয়ে
শ্রাবণ আসে ক্ষ্যাপা বৃষ্টি নিয়ে।


প্রতিশোধ নেয় ভিজিয়ে নির্দয়ে
চিনে নেয় শরীর অবাধে নির্ভয়ে
কামুক বৃষ্টি আজ হয় ঋতুময়
আমার হৃদয়... কেবলই বৃষ্টিময়!!


23rd July, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।