কলাবিভাগে প্রথম হয়েছে গ্রন্থন
করেছে সে অসাধ্য সাধন
জানাই তাকে অভিনন্দন!
যে ছেলেটা দাঁড়িয়ে দূরে অধোবদন
পেয়েছে সে নম্বর অনেক কম
নয়কো তা বলার মতন।


তার কাছে যায়নি কোন মিডিয়া
কারণ, নয় সে অসাধারণ!
জানতে চায়নি কেউ তার
পরীক্ষা-প্রস্তুতির বর্ণন।


সেও তো করেছে চেষ্টা প্রাণপণ
তাহলে কেন হলো এমন?
বলছে লোকে, ওরাতো যেমন তেমন
ওদের মেধা নেই তেমন!


মেধা নেই বলে চেষ্টারা পায়না প্রাণ
চেষ্টাগুলো বারবার তাই বৃথা প্রমাণ!


মেধার পাশে আছেন অনেকজন
বিত্তজন থেকে সরকারি মন্ত্রীগণ।
মেধাবীরা পায় জলপানি অগণন
ডিগ্রি লাভ শেষে বিদেশ গমন।


আর যারা মেধাহীন ছাত্রপ্রাণ
তারা পায়না সরকারি অনুদান।
প্রতিযোগিতায় পিছিয়ে যেতে যেতে
একসময় থেমে যায় অভিযান!


মেধাহীনরা কিন্তু দেশেই থাকে পড়ে
অম্লান চেষ্টাগুলো এদের গুমরে মরে!


দেশের অমূল্য সম্পদ -
"মানব সম্পদ"!
এভাবেই হারিয়ে যায়...


সঠিক মূল্যায়নের অভাবে,
সঠিক ব্যবহারের অভাবে -
অন্ধকারে.. অনাদরে.. অবিচারে
চি র ত রে !!


6th July, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।