অনেক দূর থেকে দেখে মনে হবে --
আকাশের গায়ে যেন অসংখ্য ছোটো ছোটো বিন্দু
আস্তে আস্তে দাগগুলো ক্রমান্বয়ে বড়ো হয় কিন্তু!
তপ্ত মরুভূমির চোখ ঝলসানো বিস্তীর্ণ প্রান্তরে
ক্রমশ ফুটে উঠছে চলমান অবয়বগুলো
হাজারে হাজারে....... কাতারে কাতারে!


কারা ওরা?.... চিনতে পারছেন না ওদের?
ওরা মানুষ... জীবন যুদ্ধে এগিয়ে চলা মানুষ,
ছোটো-বড়ো, বাচ্চা-বুড়ো, নারী-পুরুষ...
ঠিক যতো ধরনের মানুষ হয়,
ওরা সবাই সেইসব ধরনের মানুষ।


উত্তপ্ত বালির ঢেউ ভেঙ্গে এগিয়ে চলেছে ওরা
গন্তব্য ওদের -- শরণার্থী শিবির 'আসামাকা'
পেরিয়ে যেতে হবে ফুটন্ত মরুভূমি সাহারা।
তাপমাত্রা এখানে 50° সেলসিয়াস যখন দিন
প্রকৃতি এখানে নির্দয়, নির্মম... এমনই ক্ষমাহীন!


জল নেই, খাবার নেই... অবিরাম হেঁটে চলেছে ওরা
পশ্চিম আফ্রিকার হতদরিদ্র দেশ --
মালি, গাম্বিয়া থেকে আগত হতভাগ্য শরণার্থী ওরা।
অনুপ্রবেশ রুখতে --
ওদের সাহারায় ছেড়ে দেয় আলজিরিয়ার ফৌজিরা
হৃদয় যাদের কঠিন পাষাণ ঊষর মরুভূমি সাহারা!


হাঁটছে মানুষ.. মরছে মানুষ, মৃত্যু-মিছিল হাহাকার
ক্ষমতাধরদের দখলদারি আজ লুন্ঠিত মানবাধিকার!


হাঁটছে ওরা অবিরাম ধারা, বাঁচার আর্তি পাগলপারা
হেঁটে চলেছে অন্তঃসত্ত্বা মহিলা... 'জ্যানেট কামারা'।
দু-দুটো প্রাণ বাঁচাতে হেঁটে চলে জ্যানেট.. একটানা
সূর্য যখন মাঝ আকাশে ওঠে নিদারুণ প্রসব-যন্ত্রণা!


প্রচণ্ড উত্তাপে তখন বালি গলিয়ে দিচ্ছে সাহারা
হা ঈশ্বর! মৃত শিশুর জন্ম দেয় জ্যানেট কামারা।
নিস্পন্দ প্রাণহীন ভূমিষ্ঠ শিশুর কান্নার আওয়াজ নেই
সন্তানহারা মায়ের দুদণ্ড বসে কান্নার অবকাশ নেই!


ওরা এগিয়ে চলেছে আগে, আরও আগে ক্রমাগত
দলের কেউ ওর জন্য আর অপেক্ষা করবেনা তো
একরত্তি মৃত দেহটিকে তাই বালি চাপা দেয় দ্রুত!


দু-পায়ের ফাঁক দিয়ে তখনও গড়িয়ে পড়ছে রক্ত
জবজবে তাজা রক্তের স্রোত উরুতে, হাঁটুর খাঁজে..


ফের হাঁটতে শুরু করে ......
হতভাগিনী জ্যানেট কামারা... "আশ্রয়ের খোঁজে" !!


21st July, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।