নীল আকাশে ডানা মেলা ঐ পাখি
ওড়ে অন্তহীন নেই কোনো বাধা
আমি খুঁজে পাই ওখানেই স্বাধীনতা।


পাহাড় চিরে নেমে আসা ধাবমান ঝর্ণা
হার না মানা দুরন্ত দুর্বার ক্ষমতা
আমি খুঁজে পাই ওখানেই স্বাধীনতা।


বায়বীয় অদৃশ্য প্রবাহ মৃদুমন্দ বাতাস
কিংবা কালবৈশাখী'র দুরন্ত মত্ততা
আমি খুঁজে পাই ওখানেই স্বাধীনতা।


অন্যায়ের বিরুদ্ধে শক্ত চোয়াল একরোখা
কতো শহীদদের রক্ত, ক্ষত-বিক্ষত
দিয়েছে তাজা প্রাণ, নোয়ায়নি মাথা
আমি খুঁজে পাই ওখানেই স্বাধীনতা।


স্বাধীন ভোরের সোনালী আলো মেখে
ওড়ে পত্ পত্ ত্রিবর্ণ রঞ্জিত পতাকা
আমার স্বাধীন দেশের সার্বভৌমিকতা
পাই অনেক কষ্টে অর্জিত সাধের স্বাধীনতা।।


13th August, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।