আজ, নাকছাবি-টা হারিয়ে ফেললে।
কত কষ্টের সঞ্চিত ভাঙা ঝিনুকের মুক্তা,
সেদিন অসতর্কতায় তস্কর নিয়ে চলে গেল।
কিশােরীবেলায় দেওয়া, নূপুরের ঝুমঝুমি-টা
খেলার ছলে খুলে পড়ে যায় ঘাসের ভিতর;
আজ, কোনাে কিছুই তােমার মনে নেই
আসলে, মনে রাখার সেই দায় নেই তােমার।
কিছু কিছু আবেগ, অনুভূতি..
অনায়াসে অতর্কিতে খােয়া গেলে
ভিতরের সত্তাকে হারানাের ভয় হয় ভীষণ!
উদাস গাছের নিচে জমা করি
সেইসব ফেলে আসা পথের পাতার মর্মর;
পদে পদে তােমার এই চরম উদাসীনতা
আমাকে হত্যা করে চলেছে অনবরত!
তবু, বিকেলের শেষ খেয়া দাঁড় বায়
এখনাে..